বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে করোনাকালীন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তা (২য় কিস্তি) চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০আগস্ট) জেলা শিল্পকলা একাডেমি শেরপুর হলরুমে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে জেলা প্রশাসন ও শেরপুর প্রেসক্লাব।
শেরপুর জেলা প্রশাসক জনাব মোঃ মোমিনুর রশীদ এর সভাপতিত্বে, প্রেসক্লাবের সেক্রেটারি মেরাজ উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জনাব মোঃ শরিফুর রহমান, সভাপতি শেরপুর প্রেসক্লাব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ মোঃ মুরাদ হাসান এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আতিউর রহমান আতিক, এমপি মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ হাসান নাহিদ চৌধুরী, পুলিশ সুপার, শেরপুর, এডভোকেট চন্দন কুমার পাল বিজ্ঞ পিপি সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামিলীগ, শেরপুর জেলা শাখা, আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া, মেয়র, শেরপুর পৌরসভা, শেরপুর প্রমুখ।