গাজীপুর মহানগর বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গুবন্ধু স্মৃতি পাঠাগার যৌথ উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল বৃহস্পতিবার গাজীপুর চৌরাস্তা হক মার্কেট কাঁচামাল আড়ৎদার মালিক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগর বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার পরিচালনা কমিটির সভাপতি মো: আব্দুস ছোবহানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সুলতান মন্ডলের পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আব্দুস সাত্তার মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মো: রফিকুল ইসলাম, গাজীপুর মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সেলিনা ইউনুস, গাজীপুর কাঁচামাল আড়ৎদার মালিক সমিতির পরিচালনা কমিটির উপদেষ্টা আবুল হোসেন মন্ডল, স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান টিপু, গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র একান্ত সহকারী এবং বাসন থানা আওয়ামীলীগের সভাপতি প্রার্থী আশরাফুল আলম রানা, বাসন থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী বিকাশ সরকার, গাজীপুর মহানগর শ্রমিকলীগের সদস্য সচিব মজিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক কবির আহমেদ মন্ডল, সৈয়দ আব্দুল জলিল, ১৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার সাধারণ সম্পাদক শাহজাহান খন্দকার, সাংগঠনিক সম্পাদক সুলতান মন্ডল, সহ সভাপতি আব্দুল মান্নান, ফারজানা সরকার, আনিসুজ্জামান অনিক সরকার, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ প্রমুখ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাসহ ১৫ আগস্ট কালো রাত্রিতে নিহতদের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল গণভোজের আয়োজন করা হয়েছে।
#