তরুণ উদ্যোক্তার স্বপ্ন ভঙ্গ করলো বনবিট কর্মকর্তা, কেটে দিল আড়াই হাজার ফলসহ লেবু গাছ।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের বড়দুয়ারায়।
দেশের এই কঠিন পরিস্থিতিতে ব্যাংক লোন ও উপজেলা কৃষি অফিসারের সহযোগিতায় তিল তিল করে গড়ে তোলা লেবু বাগান কেটে দিয়েছে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বড়দুয়ারা বনবিট কর্মকর্তা আশরাফুল ইসলাম।
কৃষক তৌহিদ খান বিগত ৩ বছর কঠোর পরিশ্রমের ফলে বর্তমানে দেবু বাগানে ফল ধরা শুরু করে, বর্তমান বিট কর্মকর্তার দাবি করা চাঁদা দিতে অপারগ হওয়ায় কিছু দুষ্কৃতিকারী লোকের সহযোগিতায় বড়দুয়ারা বনবিট কর্মকর্তা প্রায় (২৫০০)আড়াই হাজার লেবু চারা কেটে দেয়।
বন বিট কর্মকর্তা সাথে কথা বললে তিনি শুধু বনবিভাগের জায়গা দখল মুক্ত করেছে বলে দায় এড়ানোর চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান ঘটনার দিন দুপুর আনুমানিক ১২টার সময় সশস্ত্র ১৫ থেকে ২০ জন বিট পুলিশ এসে অতর্কিত ভাবে বাগান কাটা শুরু করে। তৌহিদ খান বাগানে আসলে তাকে বিভিন্ন মামলায় জড়ানো সহ মেরে ফেলার হুমকি প্রদান করেন। এমত অবস্থায় তৌহিদ খান উর্দ্ধতন মহলের কাছে এর সুষ্ঠু তদারকি ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীত আবেদন করেন।