শেরপুরের ঝিনাইগাতীতে ইজিবাইকের চাকায় পিষ্ঠ হয়ে তুন্নি (৪) নামে এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে ১৭ আগষ্ট মঙ্গলবার বিকালে উপজেলার নলকুড়া ইউনিয়নের দক্ষিণ ডেফলাই গ্রামে। তুন্নি ওই গ্রামের রতন মিয়ার একমাত্র কন্যা। পারিবারিক সুত্রে জানা গেছে,বিকাল ৫ টায় তুন্নি বাড়ির সামনে রাস্তা পারাপারের সময় ঝিনাইগাতী থেকে বাঁকাকুড়াগামী যাত্রীবাহি একটি ইজিবাইক তাকে চাপা দেয়। এতে তুন্নি গুরুতরভাবে আহত হয়। আহত তুন্নিকে ঝিনাইগাতী উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে থানা পুলিশ ইজিবাইকটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় ইজিবাইকের ৪ যাত্রী আহত হয়েছে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকরা হয়েছে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তুন্নির পরিবারের পক্ষ থেকে কোন মামলা করবে না। তিনি বলেন তাদের ডেকে আনা হযেছে পরিস্থিতি দেখে ও শুনে ব্যবস্থা নেয়া হবে।