শনিবার, ১৪ জুন ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ক্যাপিটা টাইমস স্কয়ার মার্কেট: প্রতিশ্রুতির ফাঁদে পাঁচ শতাধিক ক্রেতা টঙ্গীতে ১৬ মামলার আসামি ‘নারকাটা’ মাসুদ গ্রেপ্তার ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ বাংলাদেশ এর প্রশিক্ষণ, উৎসাহ উদ্দীপনার নতুন দিগন্ত উন্মোচন। কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত কাপাসিয়ায় হয়রানিমুলক মিথ্যা ষড়যন্ত্রের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বিরামপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কাপাসিয়ায় সিভিল সার্জন ডাঃ মামুনুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন কাপাসিয়ায় বিএনপির পাল্টা সংবাদ সম্মেলন গাজীপুর মহানগর শ্রমিক দলের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ তৃণমূল জনতা পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত

প্রধান সড়ক উন্নয়ন কর্মকাণ্ডে বেহাল, অন্যগুলো টানা বৃষ্টিতে যান চলাচলের অনুপযোগী | সময়ের দেশ

মোঃ সোহাগ হোসাইন রাশেদ, আগ্রাবাদ ( চট্রগ্রাম ) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৪০৬ বার পড়া হয়েছে

ভয়াবহ যানজটে স্থবির হয়ে পড়েছে নগরী। শহরের প্রধান সড়ক উন্নয়ন কর্মকান্ডে বেহাল এবং অন্যান্য সড়ক টানা বৃষ্টিতে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। গতকাল দিনভর স্থবির ছিল চট্টগ্রাম বন্দর এবং সন্নিহিত এলাকা। মুখ থুবড়ে পড়েছিল বিমানবন্দর সড়কের যান চলাচল। তাছাড়া শহরের এনায়েত বাজার, রেয়াজুদ্দীন বাজারসহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে দিনভর তীব্র যানজট বিরাজ করেছে।
পুলিশ এবং স্থানীয় সূত্র জানিয়েছে, শহরের প্রধান সড়ক এশিয়ান হাইওয়েতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে। এই কাজের জন্য আগ্রাবাদ এবং সন্নিহিত এলাকায় রাস্তার মাঝখানে অন্তত বিশ ফুট জায়গা ঘেরা দিয়ে পাইলিং ও পিলার স্থাপনের কাজ চলছে। ঘেরা দেয়া অংশের দুইপাশে বিশ ফুট করে দুইটি লেনে গাড়ি চলাচল নিশ্চিত করতে বলা হলেও কার্যতঃ তা সম্ভব হচ্ছে না। ঘেরা দেয়া অংশের দুইপাশে চার লেন জায়গা রাখা হলেও মাঝে মাঝে বৈদ্যুতিক পিলার এবং খানাখন্দকে ভরা রাস্তায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে করে সারাদিনই আগ্রাবাদ এবং সন্নিহিত এলাকায় যান চলাচল মুখ থুবড়ে পড়ে থাকে।
এশিয়ান হাইওয়ের পাশাপাশি পোর্ট কানেক্টিং রোড, মাঝিরঘাট রোড, বারিকবিল্ডিং কদমতলী রোডসহ বেশ কয়েকটি রোড যান চলাচলের অনুপযোগী হয়ে থাকায় শহরের সার্বিক যান চলাচলে মারাত্মক রকমের নেতিবাচক প্রভাব পড়ছে। যার ফলে চট্টগ্রাম ইপিজেড, বন্দর, বারিক বিল্ডিং মোড়, আগ্রাবাদ নিউমার্কেট, কদমতলী, মাদারবাড়িসহ সন্নিহিত এলাকাগুলোতে যান চলাচল মুখ থুবড়ে পড়েছে। আগ্রাবাদ এলাকায় এক দুই ঘন্টা যানজটে আটকে থাকা প্রাত্যহিক ঘটনায় পরিণত হয়েছে।
যানজট সামলাতে হিমশিম খাচ্ছে ট্রাফিক বিভাগ। গতকাল নগর ট্রাফিক বিভাগের শীর্ষ একজন কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আগ্রাবাদে সড়কের বেহাল দশার ধকল পুরো নগরীকে ভোগ করতে হচ্ছে। রাস্তাটি যান চলাচলের পুরোপুরি অনুপযোগী হয়ে উঠেছে। পুলিশ নিজেরা ইট কুড়িয়ে গর্তে দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছে। লকডাউন চলাকালে রাস্তায় গাড়ি কম ছিল। পরিস্থিতি সামাল দেয়া সম্ভব হয়েছে। লকডাউন তুলে নেয়ার পর হাজার হাজার গাড়ি রাস্তায়। এতে পরিস্থিতি বেসামাল হয়ে উঠেছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুইপাশে দুই লেন করে গাড়ি চলাচলের পথ নিশ্চিত করার কথা থাকলেও সিডিএ এবং সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান তা করেনি। এতে করে দিনে দিনে পরিস্থিতির অবনতি ঘটছে বলেও তিনি উল্লেখ করেন।
সিডিএর দায়িত্বশীল একজন কর্মকর্তা আগ্রাবাদে রাস্তার অবস্থা খুবই খারাপ বলে স্বীকার করেন। তিনি রাস্তার উপর বিদ্যুতের পিলার থাকার কথা উল্লেখ করে বলেন, পিলারগুলো সরানো না হওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। রাস্তায় খানাখন্দক থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, বৃষ্টি বন্ধ হলে রাস্তা সংস্কার করে দেয়া হবে। তবে আগ্রাবাদ এলাকায় রাস্তার পাশে নালা না থাকায় সংস্কার করেও সুফল কতটুকু মিলবে তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন। দুই পাশের বাসা বাড়িসহ ভবনের ব্যবহৃত সব পানিই রাস্তায় এসে পড়ে বলে উল্লেখ করে তিনি বলেন, নালা না থাকায় এই পানি সরে না। রাস্তায় জমে থাকে। পানিতে ভিজে থাকা রাস্তায় গাড়ির চাকার ক্রমাগত আঘাত বড় বড় গর্তের সৃষ্টি করে। শুষ্ক মৌসুমের আগে এই অবস্থা থেকে মুক্তি মিলবে না বলেও তিনি উল্লেখ করেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০১ অপরাহ্ণ
  • ১৬:৩৭ অপরাহ্ণ
  • ১৮:৪৯ অপরাহ্ণ
  • ২০:১৫ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102