টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, রচনা, হাম, নাত প্রতিযোগিতা, সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান গতকাল রোববার বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. আজমত উল্লা খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিরাজ উদ্দিন সকার বিদ্যানিকেতন এন্ড কলেজের প্রভাতি শাখার সহকারী প্রধান জাহান আরা বেগম, দিবা শাখার সহকারী প্রধান মজিবুর রহমান, ভোকেশনাল ইনচার্জ হাবিবুর রহমান, প্রভাষক মহসিন মিয়া, সিনিয়র শিক্ষক আবুবকর সিদ্দিক, রতন কুমার ঘোষ, আশরাফ আলী, চৌধুরী আশরাফ হোসেন, মাওলানা মহিউদ্দিন, আলতাফ হোসেন, কামরুল হাসান, আব্দুল কাদের খান, গোলজার হোসেন, মাওলানা খায়রুল ইসলাম মল্লিক, প্রভাষক জান্নাতুল ফেরদৌস, খাদিজা আক্তার তামান্না, জাকির হোসেন, সাবিয়া সুলতানা প্রমুখ।
আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেতন ও ১৫ আগস্ট নিহতেদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে।
#