স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট।
রোববার (১৫ আগষ্ট) সকালে খাগড়াছড়ি সদরের টাউন হলে স্থাপিত বঙ্গবন্ধু ও বাংলাদেশের বীর শহীদদের স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. শানে আলম, নির্বাহী সদস্য মোঃ জসিম উদ্দিন, মোঃ দুলাল হোসেন , ক্যজরী মারমা, স্বপন চন্দ্র দেবনাথ, রোকেয়া বেগম, পিআইসি সদস্য সুইচিং থুই মারমা, ইউনিট কর্মকর্তা আব্দুল গনি মজুমদার ও ইউনিটের কর্মকর্তা কর্মচারী এবং যুব রেড ক্রিসেন্ট সদস্য প্রমূখ।