আজ ১৫ আগষ্ট রবিবার সকাল ৭.০০ ঘটিকায় বরিশাল জেলার উজিরপুর উপজেলায় আওয়ামীলীগের পার্টি অফিসে নেতা কর্মীদের উপস্থিতিতে জাতীয় সংগীতের সাথে সাথে পতাকা উত্তোলন এবং সম্মান প্রদর্শনসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হচ্ছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস এম জামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারি, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতী বিশ্বাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) জয়দেব চক্রবর্তী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ণ কুমার বাইন রন্টু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী শীল, উপজেলা আওয়ামী লীগের সহ , প্যানেল মেয়র ও মোঃ হেমায়েত উদ্দিন হিমু, উপজেলা ছাত্রলীগের সভাপতি বাবু অসীম ঘরামী, সাধারণ সম্পাদক জালিছ মাহমুদ শাওন প্রমূখ।
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস- ২০২১ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকি ‘সহ সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।’