নাটোরে আওয়ামীলীগের দুথগ্রুপে পৃথক কর্মসূচিতে পালন করা হচ্ছে জাতীরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস। সকালে কান্দিভিটা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সহ আওয়ামীলীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় এক মিনিট নিরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়া জেলা আওয়ামীলীগের উদ্যোগে গরীব অসহায় ও দুস্থ মানুষদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এসময় নাটোর জেলা আওয়ামীলীগের সহসভাপতি নাটোর জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু , নাটোর পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম , যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাশিরুর রহমান চৌধুরী এহিয়া সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব নাটোর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ। পরে কানাইখালী বাসস্ট্রান্ডে কোরাখানী দোয়া মোনাজাত ও খাবার বিতরণ করা হয়।
অপরদিকে,পৃথকভাবে কানাইখালি পুরাতন বাস টার্মিনাল এলাকায় জেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে পৃথকভাবে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী এবং রেড ক্রিসেটের সহযোগিতায় অসহায়, দু:স্থ মানুষদের চিকিৎসা সেবা দেওয় হয়। এসময় জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি খন্দকার ইশতিয়াক আহমেদ ডলার, সাধারণ সম্পদক শফিউল আযম স্বপন, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পদক শরিফুল ইসলাম রমজান, সৈয়দ মোর্তুজা আলী বাবলু সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া সারা দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করছে জেলা প্রশাসন।এছাড়াও জেলার সর্বত্রই পালন করা হচ্ছে শোকাবহ ১৫ আগস্টের কর্মসূচী।