শেরপুরের নালিতাবাড়ীতে মুজিব বর্ষ উপলক্ষে অসচ্ছল আনসার ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার (১৫ আগষ্ট) দুপুরে উপজেলার আনসার ও ভিডিপি কার্যালয়ে দুস্থ গরীব ও অসহায় আনসার ভিডিপির ৬০ জন সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপমহাপরিচালক (চলতি দায়িত্ব), ময়মনসিংহ রেঞ্জ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, জনাব নূরে আলম সিদ্দিকী। এসময় আরও উপস্থিত ছিলেন, আল-আমীন, সহকারী পরিচালক, ১২ আনসার ব্যাটালিয়ন, নালিতাবাড়ী শেরপুর, ইমরোজ খালেদ, সহকারী পরিচালক, ১২ আনসার ব্যাটালিয়ন, নালিতাবাড়ী, শেরপুর, সার্কেল এডজুট্যান্ট জাহাঙ্গীর আলম প্রমূখ।
শেরপুর জেলা কমান্ড্যান্ট এর উদ্যোগে আয়োজিত কর্মসূচিটি নালিতাবাড়ী উপজেলার অস্বচ্ছল আনসার ভিডিপির ৬০ জনের মাঝে খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়। যার মধ্যে ৩০ জন পুরুষ সদস্য ও ৩০ জন নারী সদস্যা ছিলেন। প্রতিটি প্যাকেটে ছিল, চাল ৩ কেজি, ডাল ৫০০ গ্রাম, পেয়াজ ৫০০ গ্রাম, আলু ১ কেজি, গোসলের সাবান ১টি।
মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক সারা বাংলাদেশের প্রত্যেক উপজেলায় ৬০ জনকে এই সাহায্য দেয়া হচ্ছে।