১৫ ই আগস্ট জাতীয় শোক দিবসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন গাজীপুর মহানগর মেট্টো সদর থানার আওয়ামী লীগ পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া র আয়োজন করেন। মনিরুজ্জামান রাজিব।
আজকের এই দিনে গভীর ভাবে স্মরন করছি ইতিহাসের রাখাল রাজা, যার জন্ম না হলে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র হিসেবে পেতাম না, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস জাতির জনক বঙ্গবন্ধু সহ সকল শহীদদের গভীর শ্রদ্ধাঞ্জলি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
যদি আজকে থাকতে, তাহলে বাংলাদেশকে পৃথিবীতে সবাই অন্য এক বাংলাদেশ দেখতো।
উন্নয়নে আরো অনেক আগে এগিয়ে যেতে বাংলাদেশ।
” বাঙ্গালীর ভালোবাসার কাঙ্গাল আমি
আমি সব হারাতে পারি
কিন্তু বাংলাদেশের মানুষের ভালোবাসা হারতে পারব না ”
বঙ্গবন্ধুকে দৈহিকভাবে হত্যা করা হলেও তার মৃত্যু নেই। তিনি চিরঞ্জীব।
কেননা একটি জাতিরাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা এবং স্থপতি তিনিই। যতদিন এ রাষ্ট্র থাকবে, ততদিন অমর তিনি। সমগ্র জাতিকে তিনি বাঙালি প্রেরণায় প্রস্তুত করেছিলেন ঔপনিবেশিক শাসক-শোষক পাকবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে। তাই চিরঞ্জীব তিনি এ জাতির চেতনায়।
বঙ্গবন্ধু কেবল একজন ব্যক্তি নন, এক মহান আদর্শের নাম। যে আদর্শে উজ্জীবিত হয়েছিল গোটা দেশ। বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র আর ধর্মনিরপেক্ষ দর্শনে দেশের সংবিধানও প্রণয়ন করেছিলেন স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিব।
শোষক আর শোষিতে বিভক্ত সেদিনের বিশ্ববাস্তবতায় বঙ্গবন্ধু ছিলেন শোষিতের পক্ষে।
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।