দিনাজপুরের হাকিমপুর উপজেলায় হিলিতে পুকুরের পানিতে ডুবে মরিয়ম আক্তার (৪) ও নিরব হাসান (২) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার আলীহাট ইউনিয়নের ছোট আলীহাট গ্রামে এ ঘটনা ঘটে।মৃত নিরব উপজেলার ইটাই আর্দশ গ্রামের দেলোয়ারের ছেলে এবং মরিয়ম ছোট আলীহাট গ্রামের মাজেদুর রহমানের মেয়ে। তারা দুইজন সম্পর্কে খালাতো ভাই-বোন।বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন ঢাকা পোস্টকে জানান, নিরব ও মরিয়ম নানার সঙ্গে (জিন্নার পুকুর) পুকুর দেখতে যায়। তার নানা সেই পুকুর দেখাশোনা করেন।পুকুর পাড়ে খেলা করার সময় পানিতে পড়ে যায় দুজনেই। কিছুক্ষণ পর তার নানা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে পানিতে দুজনের মরদেহ ভেসে উঠলে স্থানীয় একজন দেখতে পেয়ে তাদের উদ্ধার করে বলে জানান তিনি।