শেরপুরের ঝিনাইগাতীতে পৃথক দুইটি বজ্রপাতের ঘটনায় ২কিশোরের মৃত্যু হযেছে। ১১আগষ্ট বুধবার দুপুরে পৃথক দুই টি ঘটনায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের ইছামারী পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাশেল মিয়া (১৫) ও উপজেলা সদর ইউনিয়নের পাইকুড়া গ্রামের হামেদ আলীর ছেলে আরমান(১১)। ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন বলেন আরমান পার্শ্ববর্তী বালিয়াচন্ডি গ্রামে তার নানার বাড়ীতে বেড়াতে এসে বজ্রপাতে মৃতে্যু হয়। মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম তোতা বলেন ট্রাক্টরে জমি চাষ করার সময় বজ্রপাতে নিহত হয় রাসেল মিয়া। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।