শেরপুরের নালিতাবাড়ীতে অটোরিকশা চালককে মারধর করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত সোমবার রাত ১০টার দিকে উপজেলার নলজুড়া এলাকায় শেরপুর- নালিতাবাড়ী প্রধান সড়কে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী রিকশা চালক মহেজ আলী (৫৫) উপজেলার গোজাকুড়া গ্রামর বাসিন্দা। তিনি মরহুম নুর হোসেন আলীর ছেলে।
ভুক্তভোগী রিকশাচালকের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের গড়কান্দা এলাকা থেকে চারজন যাত্রী নিয়ে রাত ৯টার দিকে তিনানী বাজার যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন মহেজ আলী। পথের মধ্যে চারযাত্রী রিকশা থামিয়ে চালককে জোড় করে নেশাদ্রব্য খাওয়ান। পরে তাঁকে মারধর করে সড়কের পাশে ডুবার পানিতে ফেলে দিয়ে অটোরিকশাটি ছিনতাই করে তারা পালিয়ে যান।
পরে এলাকাবাসী ডুবা থেকে অটোচালককে উদ্ধার করে সড়কে নিয়ে আসেন। এসময় ফেসবুকে বিষয়টি জানাজানি হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে চালককে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে মহেজের পরিবার জানতে পেরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাতেই শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আএমও) মো.সাবির হোসাইন বলেন,ওই ব্যক্তিকে রাত ১২টার দিকে ভর্তি করা হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন,খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়েছিলো। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এখনও তিনি সুস্থ হননি। কথাও বলতে পারছেন না। সুস্থ হওয়ার পর তাঁর কাছে শুনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।