
আজ সোমবার ৯ আগষ্ট বিকেল ৪:১৫ মিনিটে উখিয়া থানা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে উখিয়া থানাধীন পশ্চিম পালংখালী আন্ধার ঘোনা সাকিনস্থ জনৈক মনির আহমেদ এর বসতঘরে হতে গ্রেফতারকৃত আসামী ০১। আরেফা বেগম (৩৬),স্বামী-মনির আহামেদ, সাং-পশ্চিম পালংখালী আন্ধার ঘোনা, থানা-উখিয়া, জেলা- কক্সবাজার এর হেফাজত হতে ৪,২০০( চার হাজার দুইশত) পিস ইয়াবা (মাদক) উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।