শেরপুরের ঝিনাইগাতীতে বঙ্গমাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহ ধর্মিণী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৃথকপৃথকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে মিলাদ মাহফিল,বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,সেলাইমেশিন বিতরন ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) জয়নাল আবেদীন, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লাইলী বেগম প্রমুখ। আলোচনা শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় । পরে দিবসটি উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামুল্যে সেলাইমেশিন বিতরন করা হয়। এ অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা কর্মচারি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন ও রাজনৈতিক দলের নেতা কর্মিরা অংশ গ্রহন করেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে অনুরুপভাবে পালিত হয়েছে দিবসটি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম ও হারুন উর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুজিবুর রহমান, ঝিনাইগাতী উপজেলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান প্রমুখ। পরে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।