আজ ৮ই আগষ্ট (রবিবার) দিনাজপুরের বিরামপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
বিরামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু।
আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র আক্কাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল,মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন,বিরামপুর থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী,বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত,বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার রায়, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডু ও নারু গোপাল কুন্ডু,যুগ্ন-সাধারণ সম্পাদক গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাষ্টা,বীরমুক্তিযোদ্ধাগণ,উপজেলা আওয়ামীলীগ সংগঠনের নেতৃবৃন্দসহ সাংবাদিকগণ সহ অনেকে উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠান শেষে উপজেলার দুস্থ্য ও অসহায় পরিবারের মাঝে ৫ জন কে একটি করে সেলাই মেশিন ও দুই জন কে ২০০০ টাকা বিতরণ করা হয়।