বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরের কিশোর কেরানীগঞ্জে দূর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত তাড়াশে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পোড়ানো হলো চায়না জাল। তাড়াশে মালশিন টু গুড়মা কাঁচা রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারও মানুষ কালিয়াকৈরে বিএনপির নাম ভাঙিয়ে বেপরোয়া সাইজুদ্দিন, ত্যাগি নেতা কর্মীরা হতাশ গাজীপুরে বিশ্ব মান দিবস পালন শ্রীবরদীতে বিশ্ব হাত ধোয়া দিবস ১৫ ই অক্টোবর ২০২৪ পালিত বেনজীর সহ সকল ভূমি দস্যুদের কবল থেকে লুন্ঠিত বনভূমি উদ্ধারে ৩ দফার আল্টিমেটাম ব্যবসায়ী কবির হোসেন চৌধুরীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিরামপুরে ট্রাক্টর-ভ্যানের সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু শ্রীবরদীতে ১৩ মণ্ডপে দূর্গাপুজা উদযাপন নিরাপত্তা জোরদারে পুলিশ সুপারের পরিদর্শন

তালায় কাজুবাদাম চাষে সফলতার দুয়ার উন্মোচন | সময়ের দেশ

বোরহান উদ্দিন, তালা (সাতক্ষীরা) উপজেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ২৭৯ বার পড়া হয়েছে

বিদেশী ফসল কাজুবাদাম এদেশে চাষ করা সম্ভব নয়। কিন্তু অসম্ভব কে আড়াল করতে সম্ভবনার দুয়ার উন্মোচন করে অনান্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন তালার মোঃ রফিকুল ইসলাম।

কাজুবাদাম দামে চড়া থাকলেও এটি চাষে লাভও বেশি। দেশে খুচরা বাজারে প্রতি কেজি কাজু বাদাম বিক্রি হয় ৮শত থেকে ১ হাজার টাকায়। কাজু বাদাম সাধারণত পার্বত্য চট্টগ্রামে এলাকায় কাজুবাদাম চাষ সম্প্রসারণের উজ্জ্বল সম্ভাবনা দেখছেন কৃষি গবেষণা ইনস্টিটিউট। কিন্তু এবার সকল অসম্ভবনার অবসান ঘটিয়ে দেশের উপকূলীয় অঞ্চল তালা উপজেলায় চাষ হচ্ছে কাজুবাদামের।কৃষি প্রেমী মোঃ রফিকুল ইসলাম তার মিষ্টি পানির মৎস্য ঘেরের বেড়ীবাঁধের উপর রোপন করে ফেলেন পাঁচটি কাজুবাদাম গাছ।শুধু চাষ করেই নয় ফলন ধরেছে দুই বছর। কাজুবাদাম প্রক্রিয়াজাতকরণ করতে শুরু করেছেন এই কৃষক।

মোঃ রফিকুল ইসলাম সাতক্ষীরা জেলার তালা উপজেলার শিবপুর গ্রামের মরহুম কেরামত আলী খাঁ এর ছেলে। রফিকুল ইসলাম একজন অবসরপ্রাপ্ত সাবেক সেনা সদস্য।তিনি এখন বিভিন্ন ফলজের নতুন কিছুর উৎভবনের চেষ্টায় অব্যহত আছেন।
মোঃ রফিকুল ইসলাম জানান তিনি পাঁচ বছর আগে এই কাজুবাদামের চাষ করেছেন। গতবছর ও এবছর গাছে কাজুবাদাম ধরেছে। কাজু বাদামের বীজ গুলো চারা দেওয়ার জন্য রেখেছেন। বাড়িতে বীজ রোপন করে নতুন চারা ও গজিয়েছে। তাছাড়া গাছে কলম পদ্ধতিতে গাছের বংশবিস্তারের চেষ্টা করছেন বলে তিনি জানান। সংবাদকর্মীদের সাথে একান্ত সাক্ষাতে তিনি বলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কাজুবাদাম চাষের প্রতি গবেষণা ও পিএইসডি অধ্যায়নরত কৃষিবিদ জাকিয়া সুলতানা কে দেখে এই কাজুবাদাম চাষের প্রতি উদ্বুদ্ধ হয়েছেন।এই কাজুবাদাম চাষের জন্য তার কাছ থেকে কিছু বীজ এনে বাড়িতে চারা উৎপাদন করেন। মোঃ রফিকুল ইসলাম আরো জানান শারীরিক উপকারিতার দিক থেকে কাজুবাদামের কোন বিকল্প হয় না।

তালা উপজেলার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল জানান, তার জানা মতে কাজুবাদাম একটি বিদেশী ফল। বাংলাদেশে পাহাড়ী অঞ্চলে কিছু চাষ হয়ে থাকেন বলে তিনি জানান। তবে দেশের উপকূলীয় এলাকা সাতক্ষীরা জেলার তালা উপজেলা সদরে এমন একটি বৈদেশিক ফলের উৎভব হয়েছে। কাজুবাদাম চাষে পরিক্ষা মূলক সফলতা এসেছে তালা উপজেলা কৃষি অফিস ও জেলা কৃষি গবেষনা ইনস্টিটিউট সাতক্ষীরার সফলতার ছোঁয়া লেগেছে। কাজুবাদাম চাষের তালা উপজেলা সহ সাতক্ষীরা জেলার কৃষি বিভাগ সমৃদ্ধি হবে।এটা তালা উপজেলার একটি গর্ব সাতক্ষীরা জেলা সহ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান কাজুবাদাম একটি বিদেশী ফল দেশে পাহাড়ী অঞ্চলে এই ফলের চাষ হয়ে থাকে । তালা উপজেলায় কাজুবাদামের চাষ হয়েছে অফিসের পক্ষ থেকে প্রদর্শনী প্লট করেছেন।

উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরা মোঃ নুরুল ইসলাম জানান কাজুবাদাম সাধারণ পাহাড়ী অঞ্চলে চাষ হয় । সাতক্ষীরা জেলায় তেমন চাষের সম্ভাবনা দেখছেন না।তবে তালা উপজেলা তিনি দেখেছেন মৎস্য ঘেরের বেড়ীবাঁধের উপর কাজুবাদাম চাষ। সাতক্ষীরা জেলায় এই প্রথম চাষ বলে তিনি মনে করেন।তালা উপজেলা সাতক্ষীরা জেলা সমূহে ব্যাপকভাবে কাজু বাদাম চাষের উজ্জ্বল সম্ভাবনা বলে তিনি মনে করেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩৪ অপরাহ্ণ
  • ৬:৩০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102