আজ ৭ আগষ্ট বিরামপুর পৌরসভার আয়োজনে মেয়র অধ্যক্ষ আক্কাস আলীর সভাপতিত্বে বিরামপুর সরকারি কলেজ চত্বরে কোভিড -১৯ গনটিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন দিনাজপুর- ৬ আসনের জননেতা এমপি শিবলী সাদিক।
বিরামপুর সরকারি কলেজে আজ সকালে এই আয়োজন শুরু হয়। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু , উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার ,বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার এ কেএম ওহিদুন্নবী, বিরামপুর উপজেলার ভাইস চেয়ারম্যান মেজবাউল মন্ডল, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হোসেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ শোভন,উপজেলা কমপ্লেক্সর কর্মকর্তা ডা: শ্যামল চন্দ্র রায় সহ বিরামপুর প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ ছাড়াও বিরামপুর পৌরসভার ৯ টি ওয়ার্ড সহ উপজেলা ৭ টি ইউনিয়নে একই সঙ্গে এই কার্যক্রম শুরু হয়।
জননেত্রী শেখ হাসিনার দেওয়া টিকা নেওয়ার আহ্বান জানান মাননীয় এমপি শিবলী সাদিক।
তিনি আরো বলেন,আমাদের দেশে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য টিকা গ্রহন করার অনুরোধ জানাচ্ছি দেশে কোনো টিকা সংকট নেই ।সকলের কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়েছেন।