শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যৈষ্ঠপুত্র ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে।
বৃহস্পতিবার ৫ই আগস্ট দিবসটি উপলক্ষে সকালে উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগ বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার হেলেনা পারভীন, সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী পুষ্পস্তবক অর্পণ করেন।
দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে উপজেলা প্রশাসন। দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর আত্মার মাগফেরাতের জন্য কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিকেলে রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা আব্দুল খালেক মিনি স্টেডিয়ামে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে ক্রীড়া প্রদর্শনীতে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।