ঝিনাইদহ পৌরসভার কাঞ্চন নগর গ্রামের মৃত শেখ মোহাম্মদ আলী ছেলে এস.এম আনোয়ার হোসেন। নির্বাচন কমিশনের ডাটাবেজে ৩ বছর আগে থেকে তিনি মৃত। করোনা মহামারিতে টিকার রেজিস্ট্রেশন করতে পারছেন না। যে কারণে নিতে পারছেন না টিকা। নিজেকে জীবিত প্রমাণ করতে তাই ঘুরতে হচ্ছে নানা স্থানে। ১৯৬৮ সালের ৪ জানুয়ারি শহরের কাঞ্চননগর গ্রামে জন্মগ্রহণ করেন এস.এম আকরাম হোসেন। বর্তমানে ৩ কন্যা ও স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করছেন তিনি। পেশায় ছোট-খাটো ব্যবসায়ী। সম্প্রতি মহামারি করোনায় টিকা নিতে রেজিস্ট্রেশন করতে যান তিনি। বার বার টিকার রেজিস্ট্রেশন ব্যর্থ হওয়ার কারণে চিন্তায় পড়ে যান। সমাধান খুঁজতে যান জেলা নির্বাচন অফিসে। নির্বাচন কমিশনের হিসেব মতে গত ৩ বছর আগে তার মৃত্যু হয়েছে। যে কারণে হচ্ছে না টিকার রেজিস্ট্রেশন। জীবিত থেকেও এখন মৃত তিনি। নিজেকে জীবিত প্রমাণ করতে ঘুরতে হচ্ছে নির্বাচন অফিসসহ নানা স্থানে। যাচ্ছেন হাট-বাজারে। পরিবারের সঙ্গে কাটাচ্ছেন সময়ও।