দিনাজপুরের বিরামপু রে করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত পরিবার ও কর্মহীন হয়ে পড়া ব্যক্তিদের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির (জিআর) আওতায় নগদ অর্থ প্রদান করা হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলার দিওড় ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলামের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবার ও কর্মহীন হয়ে পড়া ব্যক্তিদের মাঝে নগদ অর্থ প্রদান করার কর্মসূচির উদ্বোধন করেন জননেতা সংসদ সদস্য মো.শিবলী সাদিক দিনাজপুর -৬ ।
উক্ত অনুষ্ঠানে যোগদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম রাজু, পৌর মেয়র আক্কাস আলী, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার,থানার ওসি(তদন্ত ) মোঃ মতিয়ার, ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, উম্মে কুলছুম বানু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওছার আলী, উপজেলা আওয়ামী লীগ নেতা-কর্মীগণ, ইউপি সদস্যগণ সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প ব্যস্তবায়ন কর্মকর্তা কাওসার আলী বলেন, উপজেলার ৭টি ইউনিয়নে ৪ হাজার ৯থশ জনকে ৫থশত টাকা করে মোট ২৪ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হবে বলে জানান।