প্রত্যন্ত উত্তরের জেলা দিনাজপুরের খানসামা উপজেলা থেমে নেই উন্নয়ন কাজ। এরই ধারাবাহিকতায় গত( ৭ জুলাই)এই রাস্তার নির্মাণ কাজের পরিকল্পনা প্রণয়ন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ৩ নং আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ। এরই ধারাবাহিকতায় আজ শুরু রাস্তা নির্মাণ কাজ হাটের সার্বিক কার্যক্রমকে ত্বরান্বিত করা এবং জনদুর্ভোগ লাঘবে হাট উন্নয়ন তহবিলের অর্থায়নে পাকেরহাটে আজগর মেম্বারপাড়া হতে ছাগল হাটি পর্যন্ত ৩২০ ফুট দৈঘের্যর এবং ১০ ফুট প্রস্থের আরসিসি রাস্তার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা আহমেদ মাহবুব-উল-ইসলাম।সে সময় আরো উপস্থিত ছিলেন ৩ নং আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ।