টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে ৩২,০০০ (বত্রিশ হাজার) পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২৫,০০০/- টাকা, ০৫ ভরি ১১ আনা স্বর্ণ ও মাদক কারবারে ব্যবহৃত ০২ টি মোবাইল সহ দুইজন মাদক কারবারি গ্রেফতার করেছে
অদ্য ০২/০৮/২০২১খ্রিঃ তারিখ রাত অনুমান ০৩:০৫ ঘটিকার সময় টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে টেকনাফ থানাধীন টেকনাফ সদর ইউপিস্থ দক্ষিণ ডেইলপাড়া এলাকা হতে গ্রেফতারকৃত আসামী ১। মোঃ হোসেন (৪০), পিতা-কালু মিয়া, ০২। হামিদা খাতুন (৩৬), স্বামী-মোঃ হোসেন, উভয় সাং- দক্ষিণ ডেইলপাড়া, থানা- টেকনাফ, জেলা-কক্সবাজাদ্বয়ের হেফাজত হতে ৩২,০০০ (বত্রিশ হাজার) পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা, ০৫ (পাঁচ) ভরি ১১ (এগারো) আনা স্বর্ণ ও মাদক কারবারে ব্যবহৃত ০২ (দুই) টি মোবাইল উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।