গতকাল রবিবার (দুপুরে)দিনাজপুর জেলার খানসামা উপজেলায় ভেড়ভেড়ী ইউনিয়নের চকরামপুর গ্রামের (মাঝা পাড়ায়) অগ্নিকাণ্ডে ছয়টি বাড়ি আগুনে পুরে ছাই হয়ে যায়। আজ সোমবার দুপুরে ক্ষতিগ্রস্ত ৮ টি পরিবারের মাঝে মানবিক সহযোগীতার হাত বাড়িয়ে দেয় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খানসামা উপজেলার শাখা।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খানসামা উপজেলা শাখার সভাপতি ধীমান চন্দ্র দাস।আরও উপস্থিত ছিলেন বাবু জীতেম্দ্র নাথ রায় সহযোগি অধ্যাপক ও আহবায়ক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ খানসামা। সদস্য সচিব বাবু বিভুতি শাহা সিবু। বাবু অতুল চন্দ্র রায় অধ্যক্ষ অলোক নাথ সংস্কৃত কলেজ পাকের হাট।বাবু কিশোর কুমার রায় সহ-সভাপতি পূজা উদযাপন পরিষদ খানসামা সহ কারি শিক্ষক নিউ পাকের হাট উচ্চ বিদ্যালয়