আজ রবিবার দুপুরে ২নং ভেড়ভেড়ী ইউনিয়নের মাঝা পাড়ার সর্বপ্রথম ভূপেনদ্রনাথ রায় এর বাড়িতে আগুন লাগে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পরে এবং সাথে সাথে ছয়টি বাড়ি অর্থাৎ ১৭ টি ঘর পুরে ছাই হয়ে যায়।সরেজমিনে জানা যায় আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে।
খবর পেয়ে তাৎক্ষণিক চলে যায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট পরে স্থানীয়দের সয়হাতায় এক ঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার খবর শুনে তাৎক্ষণিক ছুটে যান ঘটনাস্থল পরিদর্শন করার জন্য। উপজেলা নির্বাহী কর্মকর্তা, আহমেদ মাহবুব-উল ইসলাম।এবং ২ নং ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান, হাফিজুল হক হাফিজ সরকার। সে সময় তারা ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দেন।
খানসামা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনতাজুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা দ্রুত সেই ঘটনাস্থলে চলে যাই। এর পর স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর পাশাপাশি ঘর থেকে অনেক জিনিসপত্র বের করতে সক্ষম হয়েছি। আগুনের সূত্রপাত বিদ্যুতের শর্ট সার্কিট থেকে। কি পরিমাণ ক্ষতি হয়েছে তা ভালোভাবে পর্যবেক্ষণ চলছে।