কঠোর লকডাউনের মধ্যে সারাদেশে শ্রমিকদের গ্রামাঞ্চল থেকে কারখানায় ফেরাতে দূরপাল্লার বাস চলাচলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (৩১ আগস্ট) রাত থেকে আগামীকাল রবিবার (১ আগস্ট) দুপুর ১২ টা পর্যন্ত গণপরিবহন চলবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের যাত্রাপথে ভোগান্তি দূর করতে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীকাল রবিবার দুপুর ১২ টা পর্যন্ত দূরপাল্লার বাস চলবে। পরিস্থিতি বিবেচনায় এ সময় আরো বাড়ানো হতে পারে।