
সামাজিক সংগঠন কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটির উদ্যোগে বন্যা কবলিত এলাকায় মানুষের মাঝে ত্রাণসহায়তা বিতরণ করা হয়েছে ।
শুক্রবার (৩০ জুলাই থেকে ) কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটি উদ্যোগে এবং আলোকিত রাজারকুল
এর সহযোগিতায় রামু উপজেলার রাজাকুলে বন্যায় প্লাবিত এলাকা ১,২,৩ নম্বর ওয়ার্ডে ত্রান বিতরণ করা হয়।
এসময় সংগঠনের সদস্যরা বলেন, এ দূঃ সময়ে বন্যা প্লাবিত মানুষের পাশে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক সংগঠন ও ব্যাক্তি উদ্যোগে এগিয়ে এসেছেন। এরই ধারাবাহিকতায় আমাদের কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটির নিজ উদ্যোগে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের সংশ্লিষ্টরা।
এদিকে জেলায় ভারী বৃষ্টিপাতে ৪১ টি ইউনিয়নের ৪১৩ টি গ্রাম প্লাবিত হওয়ায় ৩ দিন ধরে লক্ষাধিক মানুষ পানিবন্ধী হয়ে পড়েছে। বন্যার পানি সরতে শুরু করলে ও পানিতে প্লাবিত মানুষগুলো রয়েছে চরম ভোগান্তিতে।