শনিবার, ১৪ জুন ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ক্যাপিটা টাইমস স্কয়ার মার্কেট: প্রতিশ্রুতির ফাঁদে পাঁচ শতাধিক ক্রেতা টঙ্গীতে ১৬ মামলার আসামি ‘নারকাটা’ মাসুদ গ্রেপ্তার ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ বাংলাদেশ এর প্রশিক্ষণ, উৎসাহ উদ্দীপনার নতুন দিগন্ত উন্মোচন। কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত কাপাসিয়ায় হয়রানিমুলক মিথ্যা ষড়যন্ত্রের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বিরামপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কাপাসিয়ায় সিভিল সার্জন ডাঃ মামুনুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন কাপাসিয়ায় বিএনপির পাল্টা সংবাদ সম্মেলন গাজীপুর মহানগর শ্রমিক দলের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ তৃণমূল জনতা পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত

আপহণকারীদের বিরুদ্ধে মামলা করে মিথ্যা মামলায় বাদির স্বামী ২০ দিন ধরে কারাগাড়ে | সময়ের দেশ

মোঃ বিল্লাল হোসেন, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ২৪৭ বার পড়া হয়েছে

মেয়ে অপহরণকারীদের বিরুদ্ধে মামলা করে উল্টো মিথ্যা মামলার আসামি হয়ে অপহৃত মেয়ের পিতা শাহজাহান গত প্রায় এক মাস যাবৎ কারাভোগে আছেন। শাহজাহান শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা সদর ইউনিয়নের জড়াকুড়া গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে। তিনি তার মেয়েকে অপহরণকারি মামলার ২ নং আসামী আতিকুল ইসলামের দায়ের করা একটি মিথ্যা প্রতারনা মামলায় গ্রেফতার হয়ে এখন শেরপুর জেলা কারাগারে রয়েছেন। আতিকুল ইসলাম ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিগুয়ারী গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে। প্রধান আসামী ছামিউল হক (২৮) উপজেলার ধানশাইল ইউনিয়নের ছোট মালিঝিকান্দা গ্রামের মুন্তাজ আলীর ছেলে। সম্পর্কে শাহজাহান ছামিউল হকের মামা। ছামিউল হক ঢাকার আশুলিয়ায় থাকে। জানা গেছে, গত রমজান মাসে ছামিউল হক আশুলিয়া থেকে তার ২ বন্ধুকে নিয়ে জড়াকুড়া তার মামা শাহজাহানের বাড়িতে আসে। গত ৪ মে ছামিউল হক তার মামাতো বোন কিশোরী কন্যা ও ছোট এক ভাইকে নিয়ে শপিংয়ের নাম করে কৌশলে বাড়ি থেকে বাজারের উদ্যেশ্যে নিয়ে আসে । কিন্তু সময় মতো বাড়িতে না ফিরলে বাড়ির লোকজন তাদের খুঁজাখুঁজি করতে থাকে। এদিকে ছামিউল হক কৌশলে ওই কিশোরীকে জোরপুর্বক আশুলিয়ার উদ্দেশ্যে নিয়ে রওয়ানা হয়। কিন্তু কিশোরীর আত্মচিৎকারে আশুলিয়ায় নিতে না পেরে শেরপুর জেলা সদরে ছামিউল হক বাঁধাগ্রস্ত হয়। পরে রাতে জেলা সদরের একটি বাড়িতে নেয়া হয় তাকে। সে বাড়িতে ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থহলে অবশেষে শেরপুরের খোয়ারপাড় মোড়ে ওই কিশোরী ও তার ছোটভাইকে রেখে গা- ঢাকা দেয় ছামিউল হক এবং তার ২ বন্ধু। এদিকে খুঁজাখুঁজির এক পর্যায়ে পরিবারের লোকজন খোয়ারপাড় মোড়ে এসে রাতে ওই কিশোরী ও তার ছোটভাইকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরে ওই কিশোরীর মা জরিনা বেগম বাদি হয়ে ৩ জনকে আসামী করে এ বিষয়ে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৯মে একটি পিটিশন মামলা নং১৯৮/২১ দাযের করেন। বিচারক মামলাটি সাত কার্যদিবসের মধ্যে তা আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। উক্ত নির্দেশ বলে থানা পুলিশ মামলাটি আমলে নিলেও ২৯ জুলাই বৃহস্প্রতিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি। অভিযোগ রয়েছে আসামীরা প্রকাশ্যেই ঘুরে বেরাচ্ছে। আর মামলা তুলে নিতে বাদিও তার পরিবারের লোকজনকে নানাভাবে ভয়ভীতি ও প্রাননাশের হুমকি প্রদর্শন করে আসছে। তাদের দাবি অনুযায়ী মামলা তুলে নিতে রাজি না হওয়া গত ২০ জুন আশুলিয়া চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে অপহরন মামলার ২ নং আসামী আতিকুল ইসলাম বাদি হয়ে অপহৃত কিশোরির পিতা শাজাহান ও ভাই জামান মিয়াকে আসামী করে একটি মিথ্যা প্রতারনা মামলা নং ৫৭৯ / ২১ দায়ের করে। ওই মামলায় বিচারক আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ওই গ্রেফতারী পরোয়ানায় বলে গত ৭ জুলাই ঝিনাইগাতী থানা পুলিশ শাহজাহানকে গ্রেফতার করে আদালতে সোপর্দ্দ করে। আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে মিথ্যা মামলার আসামী হয়ে কৃষক শাহজাহান ২৩ দিন যাবৎ জেলাকারাগারে আছেন।অপহৃত কিশোরীর মা জরিনা বেগম জানান মিথ্যা মামলায় তার স্বামী শাহজাহানকে কারাগাড়ে পাঠানোর পর তার মামলার আসামিরা মামলা তুলে নিতে তাকে ও তার পরিবারের সদস্যের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। এতে তার স্বামী শাহজাহান কারাবাসের পাশাপাশি সে এবং তার পরিবারের অন্যান্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অপহরণ মামলার আসামিরা এলাকার বাইরে থাকায় তাদের তাদের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, অপহরণ মামলার আসামিরা আত্মগোপনে থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।,

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০১ অপরাহ্ণ
  • ১৬:৩৭ অপরাহ্ণ
  • ১৮:৪৯ অপরাহ্ণ
  • ২০:১৫ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102