নাটোরের লারপুরে ভেজাল গুড় তৈরির সময় দুই আটক করে র্যাব। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক একজনকে দুই মাসের বিনাশ্যম কারাদন্ড এবং অপর একজনের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার বিকালে সিপিসি-২, নাটোর র্যাব ক্যাম্পের একটি অপারেশন দল উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তারের নেতৃত্বে অভিযান চালায়। এসময় ভেজাল গুড় তৈরির অপরাধে ২জনকে আটক সহ ৯২০০ কেজি ভেজাল গুড়, লালি ২৫০ কেজি, কাপড়ের রং কেজি, আটা ১৩০ কেজি চিনি ২৬৫০ কেজি, পালপা কেজি এবং ২ কেজি ফিটকারী জব্দ করা হয়। আটককৃতরা হলেন, মোহারকয়া গ্রামের মৃত মজা শেখের ছেলে মোলাম শেখ এবং জবান মন্ডলের ছেলে ইদু মন্ডল। পরে ত্যাম্যশান আদালতের শাম্মী আকতার মোলাম শেখের ৫০ হাজার টাকা জরিমানা ইদু মন্ডলের এক লাখ টাকা জরিমানা করা হয়। কিন্তু ইদু মন্ডল জরিমানা প্রদানে ব্যর্থ হলে তাকে দুই মাসের কারাদন্ড দেওয়াহয়। দন্ডপ্রাপ্ত ব্যাক্তিকে নাটোর নাটোর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।