শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের টিকা নিতে এসে স্বাস্থ্য কর্মিদের আক্রমনে আতিকুর রহমান (৩৮) নামে এক আওয়ামী লীগ নেতা আহত হয়েছে।
ঘটনাটি ঘটে আজ ২৯ জুলাই বৃহস্প্রতিবার দুপুরে। আতিকুর রহমান উপজেলার মালিঝিকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ ঘটনায় আওয়ামী লীগের নেতা-কর্মিদের মধ্যে চরম উত্তেজনা দেখা দিলে ঘটনার পর থেকে স্বাস্থ্য কর্মিরা স্বাস্থ্য কমপ্লেক্স ত্যাগ করে। এঘটনার প্রতিবাদে রাতে উপজেলা আওয়ামী লীগ এক প্রতিবাদ সভার আয়োজন করে। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ মোঃ কামাল হোসেন। এতে বক্তব্য রাখেন সহসভাপতি ফকির মোঃ সাইফুল ইসলাম, দলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদ সদস্য আলহাজ মোঃ নজরুল ইসলাম, আলহাজ্ব হারুন উর রশীদ,মোঃ আব্দুল হালিম, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মজিবুর রহমান, ঝিনাইগাতী উপজেলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃখলিলুর রহমান, মালিঝিকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক প্রমুখ। বক্তারা বলেন , দুপুর সাড়ে ১২ টার দিকে আতিকুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের টিকা নিতে এলে স্বাস্থ্য কর্মি সিএইসসিপি সোহেল মিয়া টিকা দিতে দেড়ি হবে বলে জানিয়ে তাকে বসতে বলেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে সোহেল মিয়ার নেতৃত্বে ৪/৫ জন স্বাস্থ্য কর্মি আওয়ামী লীগ নেতা আতিকুর রহমানের উপর আক্রমন করে। এতে তিনি গুরুতরভাবে আহত হন। পরে তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বক্তারা এ ন্যাক্কার জনক ঘটনার তীব্রনিন্দা জানিয়ে দোষী স্বাস্থ্য কর্মিদের অবিলম্বে শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর প্রদক্ষেপ গ্রহন করা হবে হুসিয়ার করে দেয়া হয়।