শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের টিকা নিতে এসে স্বাস্থ্য কর্মিদের আক্রমনে আতিকুর রহমান (৩৮) নামে এক আওয়ামী লীগ নেতা আহত হয়েছে।
ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার ২৯ জুলাই দুপুরে। আতিকুর রহমান উপজেলার মালিঝিকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জানা গেছে, দুপুর সাড়ে ১২ টার দিকে আতিকুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের টিকা নিতে এলে স্বাস্থ্য কর্মি সিএসসিপি সোহেল মিয়া টিকা দিতে দেড়ি হবে জানিয়ে তাকে বসতে বলেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে সোহেল মিয়া আওয়ামী লীগ নেতা আতিকুর রহমানের নাকে মুখে আঘাত করলে সে আহত হয়। স্বাস্থ্য কর্মি সোহেল মিয়া জানায় আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান উত্তেজিত হয়ে তার উপর আঘাত করলে সে আত্মরক্ষার চেষ্টা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, বিষয়টি মিমাংসার প্রক্রিয়া চলছে। তা না হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।