দিনাজপুর জেলার খসনসামা উপজেলায় দারিদ্রের পাশে হার না মানা এক সাহসী নারীর নাম মনিজা বেগম। তিনি উপজেলার ৪ নং খামারপাড়া ইউনিয়নের জমিদারনগর বাজারে মনিজা বেগম প্রতিদিন ৪-৫ টি ব্রয়লার মুরগি কেটে কেজি হিসেবে বিক্রি করেন। এ থেকে সামান্য যা আয় হয় তা দিয়েই পরিবারের ভরণ-পোষণ করেন।অন্যদিকে ভবঘুরে স্বামী ও তিন সন্তানের পরিবারের মনিজাই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি অর্থের অভাবে তার এই পেশায় তেমন বিনিয়োগ করতে না পাড়ায় ব্যবসা সেরকম যাগজমক হয়ে ওঠে না ।এমতাবস্থায় তার পাশে দাড়িয়েছেন খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব-উল-ইসলাম।
মঙ্গলবার দুপুরে নিজের কার্যালায়ে মনিজা বেগমকে ২৫ হাজার টাকার চেক প্রদান করেন তিনি।
ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন,দারিদ্র্যতার কাছেও থেমে থাকেনি মনিজা বেগমের সংগ্রাম। একজন নারী হিসেবে ব্যতিক্রমী এই পেশায় মনিজা বেগম আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করছেন। অবিরাম সংগ্রামের মাধ্যমে অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন মনিজা বেগম। মনিজা বেগমের প্রচেষ্টাকে বেগবান করার লক্ষ্যে তাঁকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বলে জানান।