বাগেরহাটের ফকিরহাটে ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাকের চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের ৬ যাত্রী ঘটনাস্থলেই মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।
আজ শুক্রবার (২৩ জুলাই) সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বৈলতলী প্রাইমারি স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতদের মধ্যে তাৎক্ষনিকভাবে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ফকিরহাটের নলদা মৌভোগ এলাকার উৎপল রাহা (৩৬) এবং নয়ন দত্ত (২৮) এবং রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের চাপশি গ্রামের আব্দুল হাই (৫৫)। অপর মৃত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি।
ফকিরহাট থানার ওসি আ স ম খায়রুল আনাম বলেন, ইজিবাইকটি ফকিরহাট থেকে যাত্রী নিয়ে গোপালগঞ্জের দিকে যাচ্ছিল। পথে মহাসড়কের বৈলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি ট্রাক সামনে থেকে ধাক্কা দিলে ইজিবাইকটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই এর ছয় আরোহী মারা যান।
ঘটনার পর থেকে ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়ে যান বলে তিনি জানান।