টেকনাফ মডেল থানা পুলিশ শাহপরীরদ্বীপে ২১ই জুলাই অভিযান চালিয়ে বাজার পাড়া হাজী সাব্বির বাড়ীর সামনে রাস্তার উপর ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।
এ ঘটনায় এক মাদক ব্যবসায়ী আজগরআলীর ছেলে মো: নুরনবী (১৯)কে আসামি করে মামলা রুজু করা হয়েছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান নাফ টিভি চ্যানেল কে জানান, রবিবার (২১ জুলাই) টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকস টিম মাদকবিরোধী অভিযান চালিয়ে শাহপরীরদ্বীপের বাজার পাড়া হাজী সাব্বির বাড়ীর সামনে রাস্তার উপর তল্লাশি করে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।