বরিশালের বাবুগঞ্জে ভ্যানের চাকায় ওড়না পেচিয়ে শিক্ষিকার মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর ২:৩০ মিনিটে জাহাঙ্গীর নগর ইউনিয়নের জাহাপুর এলাকায়।
জাহাঙ্গীর নগর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু বলেন, উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ব্রাহ্মনদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তাসমিন আক্তার শিখা(৩৮) স্বামীর বাড়ি চর উত্তর ভূতেরদিয়া থেকে বাবার বাড়ি যাওয়ার পথে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে গরুত্বর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বিকাল ৪ টায় ওই শিক্ষিকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।