
দুর হয়ে যাক করোনা মহামারী, ঈদে বয়ে আসুক সবার জীবনে অনাবিল আনন্দে মেতে উঠুক সর্বস্তরের জনগণ- ঈদুল আজহার শুভেচ্ছা ও সালাম ঈদ মোবারক।
প্রিয় টেকনাফ উপজেলা বাসী,,
আনন্দ ও ত্যাগের অনন্য মহিমায় উদ্ভাসিত মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা। পবিত্র এই দিনে আমরা পশু কোরবানির মাধ্যমে তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকি। পাশাপাশি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন এবং মানুষ হিসেবে শ্রেষ্ঠত্ব ঘোষণা করে সবার মধ্যে আনন্দ ভাগাভাগি করি। মানুষে মানুষে মহামিলনের এই মহা-আনন্দের দিন উপলক্ষে আমি আমার প্রাণের টেকনাফ উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।
গতবারের মতো এবারও আমাদের মাঝে এক ভিন্ন প্রেক্ষাপটে ঈদ-উল-আযহা এসেছে। মহামারি করোনা ভাইরাসের থাবায় বিশ্বজুড়ে লাশের মিছিল আর মানুষের আহাজারি বিরাজ করছে। বাংলাদেশেও এ অদৃশ্য শত্রুর আক্রমণ চরম পর্যায়ে পৌছে গেছে। প্রতিদিনই আক্রান্ত হওয়া মানুষের সংখ্যা বাড়ছে। অনেকে মৃত্যুবরণ করছেন।
এমতাবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা জনকল্যাণমুখী নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। ঘোষণা করেছেন নানা প্রণোদনা। ফলে গরিব-দুঃখী মানুষের মুখে হাসি ফুটেছে। আমার বিশ্বাস, করোনা ভাইরাস মহামারির সব অন্ধকার কাটিয়ে ঈদ-উল-আযহা সবার মাঝে আনন্দ বয়ে আনবে। কোভিড-১৯ এর উদ্ভূত দুর্যোগময় পরিস্থিতি কাটিয়ে উঠতে আমাদের ধৈর্য্য, সাহস ও শক্তির প্রয়োজন। আসুন আমরা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যে, তিনি যেন আমাদের সেই তাওফিক দেন।
একই সাথে- ঈদ-উল-আযহা আমাদের শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। পবিত্র ঈদ-উল-আযহার আনন্দ ও ত্যাগের অনন্য মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক প্রিয় টেকনাফ উপজেলার প্রতিটি মানুষের জীবন। এই দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্র আরও সুদৃঢ় হোক।
আসুন, সবাই মিলে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করে সুস্থ ও সুন্দর জীবন গড়ি।
সবাই ভালো থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুরক্ষিত থাকুন। দূরত্ব বজায় রেখে ঈদ জামাতসহ প্রয়োজনীয় কাজকর্ম সম্পাদন করুন।
পরিশেষে সবাইকে আবারও জানাই পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা ও সালাম,, ঈদ মোবারক।
শুভেচ্ছান্তে-
সরওয়ার আলম
সভাপতি
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ
টেকনাফ উপজেলা শাখা। ও
সাবেক সভাপতি, টেকনাফ উপজেলা ছাত্রলীগ।