ঈদ মানে আনন্দ, খুশি।আর এই ঈদকে সামনে রেখে কক্সবাজারের মিতালী কল্যাণ সমিতির সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের পবিত্র ঈদু-উল আযহার অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মিতালী গ্রুপের পরিচালক রফিক ছিদ্দিকী।
তিনি বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওক প্রতিটি হৃদয়।আর এই ত্যাগ বয়ে আনুক অনাবিল আনন্দ, উচ্ছ্বাস উদ্দীপনা, দূর হয়ে যাক হিংসা,বিদ্বেষ, অসমতা ও হীনতা। করোনার মহামারির এই ক্রান্তিলগ্নে আসুন সরকারের বিধিনিষেধ মেনে চলে ঈদ উপভোগ করি।”