নাটোরের বড়াইগ্রমের আটঘড়িয়া স্লুইস গেট সংলগ্ন স্নন্দকুজা নদীর পানিতে এক অজ্ঞাত প্রতিবন্ধী যুবক তলিয়ে যাওয়ার ২৪ ঘন্টা পর ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা দেড়টার দিকে বড়াইগ্রাম উপজেলার চন্দ্রখৈর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গতকাল দুপুরে আটঘরিয়া স্লুইস গেটের কাছে ওই অজ্ঞাত প্রতিবন্ধী যুবক পানিতে তলিয়ে যায়।
এলাকাবাসী জানান, অপ্রকৃতস্থ অজ্ঞাত পরিচয় ওই যুবক কয়েকদিন ধরেই ওই এলকায় ঘুরা ফেরা করা সহ চেয়ে চিন্তে দিন কাটাচ্ছিল। গতকাল বুধবার বেলা ১২ টার দিকে কিছুটা অপ্রকৃতস্থ অজ্ঞাত পরিচয় ওই যুবক সুইচ গেট এলাকায় পানির স্রোত দেখছিল। এ সময় সুইস গেটের পাশ দিয়ে পানিতে নামার লোহার রড ধরে নিচে নেমে যায়। হঠাৎ পা ফসকে পানিতে পড়ে গেলে সাথে সাথে স্রোতের পানিতে তলিয়ে যায় সে।স্থানীয়লোকজন সাথে সাথে দয়ারামপুর ফায়ার স্টেশনে সংবাদ দেয়।
নাটোর দয়ারামপুর ফায়ার স্টেশনের সেকেন্ড কমান্ডার লিডার নুর“ল ইসলাম জানান, খবর পাওয়ার পরে তারা দ্র“ত ঘটনাস্থলে আসেন এবং উদ্ধার কাজ শুর“ করেন। সন্ধ্যা পর্যন্ত খুঁজেও তারা সে ব্যক্তিকে উদ্ধার করতে পারেনি। নদীতে তীব্র স্রােত থাকায় উদ্ধারকাজ স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি। বেলা দেড়টার দিকে ফায়ার সার্ভিসের সহায়তায় চন্দ্রখৈর গ্রামবাসী ওই প্রতিবন্ধী যুবকের মৃতদেহ উদ্ধার করে।