টেকনাফ পৌরসভায় ঈদুল আযহার উপলক্ষে ভিজিএফের সরকারি বরাদ্দ ১৫০০ শ পরিবার কে চাউল বিতরণ করেন, উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি।
আজ বৃহস্পতিবার দুপুরে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া চৌধুরী পুকুর পাড়ে ৭ ও ৮ নং ওয়ার্ডের হত দরিদ্র ১৫০০ শ পরিবারের মাঝে এ চাউল বিতরণ করা হয়।
করোনা মহামারিতে স্বাস্থ্যবিধি মেনে প্রায় ৫ ফুট দুরুত্ব বজায় রেখে পুকুর পাড়ে চাউলের বস্তাগুলো সাজিয়ে রাখা হয়। এরপর একে একে সবার মাঝে চাউল বিতরণ করেন উখিয়া টেকনাফ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি।
এসময় উপস্থিত ছিলেন, টেকনাফ পৌরসভার ইঞ্জিনিয়ার পরাক্রম চাকমা ও সচিব মহিউদ্দিন ফয়েজী, কাউন্সিলরগণ নুরুল বশর নুরশাদ, নাজমা আলম, বাংলাদেশ মানবাধিকার কমিশনের টেকনাফ পৌর শাখার কমিটির নির্বাহী সদস্য আব্দুল গফুর ও নুরুল আলম।