শেরপুরের নালিতাবাড়ী উপজেলার স্মৃতিবিজড়িত সোহাগপুর বিধবাপল্লীর বিধবাদের মাঝে ঈদ উপহার প্রদান করেছেন শেরপুরের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে সোহাগপুর বিধবাপল্লীর নির্মাণাধীন স্মৃতিসৌধ চত্বরে আনুষ্ঠানিকভাবে জীবিত ২৩ জন বিধবার মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তহবিল থেকে এসব উপহার প্রদান করেন। উপহারসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, সয়াবিন, নারিকেল তেল, কাপড় কাঁচা সাবান, সেমাই, চিনি ইত্যাদি।
এসময় উক্ত অনুষ্ঠানে অতিথিদের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন, সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, স্থানীয় ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ তালুকদার মুকুলসহ বিধবাপল্লীর বিধবা, শহীদ পরিবারের সন্তান ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। স্মৃতিবিজড়িত সোহাগপুর বিধবাপল্লীটির স্মৃতি সংরক্ষনের জন্য এর স্মৃতিস্তম্ভ সহ অন্যান্য কার্যক্রম সুন্দর ও সফলভাবে শেষ করবে বলে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।