নাটোরের ইসলামিয়া ওরফে পচুর হোটেলের মালিক মোঃ শরিফুল ইসলাম পচু রাতে করোনা আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।এ খবর পাওয়ার পর ছোট ভাই বাবলু হার্ট অ্যাটাক করে সকালে মারা যান। নাটোর শহরের ভবানী গঞ্জ মহল্লায় এ ঘটনা ঘটে। এছাড়া পচুর অপর এক ভাই জাহাঙ্গীর আলম করোনা আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন।
পচুর স্বজনরা জানান, ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে পচুর মুত্যু হয়। এখবর বাড়িতে পৌঁছালে খবর শোনার পর বাবলু হার্ট এ্যাটাকে আক্রান্ত হয়ে বাড়িতে মারা গেছেন।তাদের বাড়ীতে শোকের ছায়া নেমে এসেছে। ওই এলাকার ওয়ার্ড কাউন্সিলর নান্নু শেখ এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই ভাইয়ের এক সাথে মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, নাটোর শহরের চকরামপুর এলাকায় গীতি সিনেমা হলের পাশে হোটেল দিয়ে ব্যবসা শুরু করে শরিফুল ইসলাম পচু। প্রথম দিকে দূরপাল্লার ট্রাক ড্রাইভার তার হোটেলের প্রথম খরিদ্দার হলেও ধীরে ধীরে সততা দক্ষতা ও ভালো রান্নার গুনে দেশব্যাপী ছড়িয়ে পড়ে তার সুনাম। বাড়তে থাকে তার ব্যবসার পরিধি। বর্তমানে স্বনামধন্য হোটেল ব্যবসায়ী হিসেবে তিনি সুপরিচিত ছিলেন।