বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সরকারি আবুল কালাম কলেজ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী সংগঠনের উদ্যোগে ব্রেইন টিউমারে আক্রান্ত এক শ্রমিককে চিকিৎসা সহায়তা হিসেবে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
ভার্চুয়াল প্লাটফর্মে প্রতিষ্ঠিত হয়েও বাস্তবে নানামুখী কল্যাণধর্মী কার্যক্রম বাস্তবায়ন করা সংগঠনটি এর জনসেবার ধারা অব্যাহত রেখেছে।
তারই ধারাবাহিকতায় গত শুক্রবার ৯ই জুলাই বিকেলে উপজেলার দেহেরগতি ইউনিয়নের পশ্চিম রাকুদিয়া গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে ব্রেইন টিউমারে আক্রান্ত মোঃ নুর নবী হাওলাদার (৩৫) এর হাতে ওই আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
এর আগে বরিশালের শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় গিয়ে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছে। কিন্তু আর্থিক অনটন ও অসচ্ছলতার দরুন রোগীর ও তার স্বজনদের পক্ষে তা সম্ভব হয়ে ওঠেনি।
বিষয়টি জানতে পেরে সরকারি আবুল কালাম কলেজ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী সংগঠনের নেতৃবৃন্দ সংগঠনের সদস্যদেরকে এগিয়ে আসার আহ্বান জানালে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই আর্থিক সহায়তায় এগিয়ে আসেন।
আর্থিক সহায়তা প্রদানের এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি মোঃ আবু সুফিয়ান হাওলাদার, উপদেষ্টা সেলিম শরীফ, মাঝী মোঃ মাসুম রেজা, সহ-সভাপতি মাইনুল ইসলাম সিহাব মোল্লা, ত্রান ও পূর্ণবাসন সম্পাদক মেহেদী শরীফ, কোষাধ্যক্ষ মিরাজ শরীফ এবং রাব্বি মোল্লা, অনিক হাওলাদার প্রমুখ।
উল্লেখ্য আবুল কালাম কলেজ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী সংগঠনটি শুরু থেকেই বাবুগঞ্জে অসহায়দের পাশে দাড়িয়েছে। চিকিৎসা সেবা , আর্থিক অনুদান, বৃক্ষরোপন, কর্মসংস্থান সৃষ্টি ও শিক্ষা উপবৃত্তির মত বহু সামাজিক কাজ করে প্রশংসিত হয়েছে সংগঠনটি।