দেশে চলমান কঠোর লকডাউনের ৮ম দিনে পুরান ঢাকার বিভিন্ন স্থানে জনসাধারণের মাঝে ঢিলেঢালা ভাব দেখা গেছে। অনেকেই মানছেনা বিধি-নিষেধ ও স্বাস্থ্যবিধি।
পুরান ঢাকার যাত্রাবাড়ী, শহীদ ফারুক সড়ক,মিরহাজীরবাগ,নারিন্দা,ধোলাইখাল মোড়,রায়সাহেব বাজার মোড় ঘুরে দেখা গেলো রিক্সা, অটোরিক্সা,ট্রাক, মোটরবাইক ও ব্যক্তিগত গাড়ি সহ রাস্তায় প্রচুর লোক সমাগম। অনেকের মুখেই ছিলো না মাক্স। সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকার কথা থাকলেও অনেকেই বাধ্য বাধকতা না মেনেই খুলছে দোকান,দেখা যায় মধ্য রাত পর্যন্ত চলে বেচা কেনা।
লকডাউন পরিস্থিতি মানাতে মাঠে কাজ করছে ভ্রাম্যমাণ আদালত, পুলিশ ও বিজিবি। জনসাধারণকে স্বাস্থবিধি মানাতে চেষ্টা করে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
কিন্তু মানুষের মাঝে নেই সচেতনতার ইচ্ছে।পুরান ঢাকার গলি গুলোতে চলছে মানুষের আড্ডা।অনেকে আবার লুডু খেলায় মেতেছেন সেখানে ভীড় করে আছে ছোট বড় অনেকে।
গলির রাস্তা গুলো সরু থাকায় পুলিশ টহল কম।সেই সুযোগে সাধারণ মানুষ কোন রকম বাধানিষেধ না মেনেই কাজ কর্ম চালিয়ে যাচ্ছেন।
হোটেল,রেস্তোরাঁয় শুধু খাবার পার্সেল দেওয়ার কথা থাকলেও তারা মানছে না সরকারী নিষেধ।ভিতরে বসে খেতে দেখা গেছে অনেককে।
সরেজমিনে দেখা যায় রাস্তায় মাঝে মাঝে ট্রাফিকজট লেগে যাচ্ছে।অনেকে ফুটপাত গুলোতে বসিয়েছেন খন্ডকালিন দোকান।
টং দোকান গুলোতে মানুষের ভীড় ছিলো চোখে পরার মতো।
সচেতন মহলের ধারনা এমন পরিস্থিতি চলতে থাকলে দেশে করোনার মহামারী আরো ভয়াবহ রূপ ধারণ করবে।তাই তারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।