আগামী জুলাই ২৩ থেকে জাপানের টোকিয়োতে শুরু হচ্ছে ‘গ্ৰেটেস্ট শো অন আর্থ’ অলিম্পিক গেমস ২০২১ । কিন্তু এখন থেকেই প্যারিস অলিম্পিক নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়ে গেল। সেই কাজে জড়িয়ে গিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডঃ মুহম্মদ ইউনুস।
২০২৪-এ ফ্রান্সের প্যারিসে হওয়ার কথা অলিম্পিক। সেখানে কী করে সুষ্ঠু ভাবে বরাদ্দকৃত অর্থ কাজে লাগানো যায় এবং অলিম্পিকের জন্য গঠিত সার্বিক পরিকাঠামো অন্য কি কি কাজে লাগানো যায়, সেই সম্পর্কে পরামর্শ দিচ্ছেন ইউনুস।
সম্প্রতি অলিম্পিক্সে সোনাজয়ী শুটার অভিনব বিন্দ্রার একটি ওয়েবিনারে এসে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন ডঃ ইউনুস। বলেছেন, “ক্রীড়াবিদদের জন্য সুন্দর গেমস ভিলেজ বানাবে ওরা। প্রতিযোগিতা হয়ে যাওয়ার পর স্কুল, বাজার ইত্যাদি তৈরি করতে কাজে লাগানো যেতে পারে সেই ভিলেজ। আমি ওদেরকে বলেছি ভিলেজটা এমন ভাবে তৈরি করতে, যাতে গৃহহীন মানুষদের মাথা গোঁজার একটা ঠাঁই হতে পারে। একটা অলিম্পিক গেমস গোটা সমাজকে বদলাতে পারে।’’
খেলাধুলোয় যথাযথ বিনিয়োগের গুরুত্ব সম্পর্কেও কথা বলেছেন ইউনুস। জানিয়েছেন, সঠিক ভাবে অর্থ বিনিয়োগ করা হলে প্রতিভাবান ক্রীড়াবিদদের সামনে অনেক রাস্তা খুলে যায়। তাঁদের খেলোয়াড় জীবন দীর্ঘায়িত হতে পারে এর ফলে।
#
রায়হান নওয়াজেশ প্রবাল, বিশেষ প্রতিনিধি (০৮.০৭.২০২১)