কাসেমপুর রাইস মিল পশ্চিম শোলডুবি। আলহাজ জসিম উদ্দিন এর ডিজিটাল ডেইরি ফার্ম। তিন বছর ধরে গরু পরম যত্নে লালন-পালন করে আসছেন। এর মধ্যে বিগ বাহাদু -১ হাজার ৪০’ কেজি। ওজন- বাহাদুর ৬৭৪’ কেজি ওজন।
ঈদের সময় যতই ঘনিয়ে আসছে পশু বিক্রি নিয়ে দুঃশ্চিন্তা বাড়ছে খামারিদের। বিশেষ করে কোটি টাকা মূল্যের গরু ন্যায্যমূল্যে বিক্রি করতে পারবেন কি-না তা নিয়ে শংকায় রয়েছেন প্রত্যন্ত এলাকার খামারি।
মহামারী করোনার কারণে কোরবানিতে বিক্রি করতে ক্রেতাদের জন্য সুব্যবস্থা ও গাড়ি পার্কিং এর সুব্যবস্থা রয়েছে। ক্রেতাদের তাদের জন্য হোম ডেলিভারি ও সুব্যবস্থা রয়েছে।
এই খামারে রয়েছে ১৫০ টি গরু এগুলোর মধ্যে ২ টি গরু রয়েছে আকর্ষণীয় ( ১) টির নাম হল বিগ বাহাদুর তার ওজন ১ হাজার ৪০ কেজি। দাম হাগা হয়েছে ১৩ লক্ষ টাকা। (২) বাহাদর এর ওজন ৬৭৪ কেজি। দাম ৭ লক্ষ টাকা ।
খামারের ম্যানেজার মোঃ ইমরান মাহমুদ শিবলু এই খামারে বিগত ৩ বছর ধরে সুনামের সাথে সে কাজ করে আসছে। তার কাছ থেকে আমরা জানতে পারি খামারের মালিক মোঃ আলহাজ্ব গিয়াস উদ্দিন সে গরুর যত্ন করার জন্য তার খামারে ১৫ জন লোক কাজ করেন। দেশীয় ফল-মূল আর ঘাস এর -জন্য খামারের মালিক ১৫ কাটা (কাঠা) জমি রাখছেন। এলাকাবাসি এই খামার হওয়াতে খুবই খুশি, কম মূল্যে এখান থেকে গরুর দুধ পাওয়া যায় বলে।
যারা করোনার বাজারে না যেতে পারবেন তাদের জন্য মালিক পক্ষ থেকে একটি নিউজ দেওয়া হয়েছে।
তাদের জন্য হোম ডেলিভারি সার্ভিস সুব্যবস্থা রয়েছে।
নিচে মোবাইল নাম্বার দেওয়া হল।
০১৪০৭-০০২২৯২
০১৯৪৫-৫৫১৬১৪