গাজীপুর কঠোর লকডাউনের ৭ম দিন আজ বুধবার ৭ জুলাই ঢিলেঢালা ভাবে দেখা গেছে। অনেকেই মানছে না বিধিনিষেধ।
গাজীপুর মহানগরীর রেলগেট, জোরপুকুর, শিববাড়ী ঘুরে দেখা গেলে রিক্সা, অটোরিক্সা, মোটরবাইক ও ব্যক্তিগত গাড়ি সহ দেখা গেছে অনেক লোকজন। অনেকের মুখেই নাই মাক্স। সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকার কথা থাকলেও অনেকেই বাধ্য বাধকতা না মেনেই খুলছে দোকান।
লকডাউন পরিস্থিতি মানাতে মাঠে কাজ করছে ভ্রাম্যমাণ আদালত, পুলিশ ও বিজিবি। অসাধারণকে স্বাস্থবিধি মানাতে চেষ্টা করে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। জোরপুকুর এলাকায় বিজিবির একটি টহল টিম যাদের মুখো মাক্স নেই তাদের মাক্স বিতরন করতে দেখা গেছে।