টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উংচিপ্রাং এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সিন্ডিকেটের সদস্য মোঃ শাকের উরফে ডালিমকে (২৮) ইয়াবা ও বিয়ারসহ আটক গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ জোন।
মূলত, গোপন সংবাদের ভিত্তিতে মাদকের একটি বড় চালান আসার খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফার নেতৃত্বে একটি চৌকষ টিম টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের উংচিপ্রাং এলাকায় অবস্থান করে। পরবর্তীতে সকাল ৬ টার দিকে চালানের মালিক মৃত সফর আহমদের ছেলে মোঃ শাকেরের বাসায় অভিযান পরিচালনা করে ২০,০০০ পিস ইয়াবা ও ১২০ ক্যান আমেরিকান বিয়ার উদ্ধার করা হয়।
এদিকে জিজ্ঞেসাবাদে শাকের আরও ৫ সিন্ডিকেট সদস্যদের নাম প্রকাশ করে এবং দীর্ঘ দিন ধরে পরস্পরের সহযোগিতায় মাদক ব্যবসা চালিয়ে যাওয়ার কথা স্বীকার করে।
এছাড়া এলাকাবাসীও তাদের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ জানিয়ে আসছিলো।
উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা বাদী হয়ে উভয়কে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(গ) ও ৪১ ধারায় টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।