টেকনাফে মহামারি করোনায় আক্রান্ত হয়ে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন, সাবরাং ইউপিথর মন্ডলপাড়া এলাকার সাবেক ইউপি সদস্য মৃত কবির আহাম্মদথর পুত্র ও টেকনাফ পৌরসভা শহিদ আলি উল্লাহ আলো শপিং কমপ্লেক্স ব্যবসায়ী কমিটির সাধারন সম্পাদক ফারুক জামশেদথর আপন ছোট ভাই ইয়াছিন আরাফাত।
ইয়াসিন আরাফাত করোনা আক্রান্ত হয়ে ৬ জুলাই দুপুর ১২ টায় কক্সবাজার মেডিকেলে ইন্তেকাল করেন।
তার পরিবারে আরো কয়েকজন ও নুর হোছেন চেয়ারম্যান এর বড় ভাই খাইরুল হাছানসহ ওই এলাকার অনেকে করোনা আক্রান্ত। আরাফাত করোনা পজেটিভ হয়ে প্রথমে টেকনাফ আইসিডিডিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল পরে উন্নত চিকিৎসার জন্য আজ সকালে কক্সবাজার প্রেরণ করলে সেখানে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।