আজ ৪ জুলাই কঠোর লকডাউন এর চতুর্থ দিন। রাজশাহীর তানোরে কঠোরভাবে পালিত হচ্ছে লকডাউন। পুলিশ প্রশাসন সচেতনতায় তৎপর।
তানোরের দরগাডাঙ্গা বাজারে সরকারি নির্দেশনা পালনে কঠোর লকডাউন কার্যক্রমে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তানোর থানার কলমা বিট এর পুলিশ কর্মকর্তাগণ। কলমা ইউনিয়ন এর বিট ইনচার্জ এস,আই, মামুন- উল-আবেদ ও সহকারী বিট ইনচার্জ এ,এস,আই মোঃ হাফিজুল ইসলামকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।